BdNewsEveryDay.com
Monday, May 27, 2019

নির্মিত হচ্ছে ‘বায়োগ্রাফি অব নজরুল’

Thursday, October 11, 2018 - 838 hours ago

নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে প্রামাণ্যচিত্রটির শুটিং শুরু হয়েছে।

সেখানে শুটিং প্রসঙ্গে পরিচালক বলেন, “ত্রিশাল ছিল নজরুলের জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। এখানকার কাজীর সিমলা গ্রামের দারোগা রফিজউল্লা দুখুমিয়াকে দরিরামপুর স্কুলে ভর্তি করান। এমনটা না হলে নজরুলের জীবন অন্যরকমও হতে পারত। সেই গুরুত্ব বিবেচনায় প্রামাণ্যচিত্রটির শুটিং শুরুর স্থান হিসেবে ত্রিশালকে বেছে নিয়েছি।”

চলচ্চিত্রটির নির্মাণের আগে পরিচালক কলকাতা, আসানসোল, চুরুলিয়াসহ নজরুলের স্মৃতি বিজড়িত স্থান ভ্রমন করেন।

ফেরদৌস খান দুই দশক ধরে গল্প উপন্যাস লেখালেখির পাশাপাশি নজরুল ও অন্যান্য গুনী ব্যক্তিদের বায়োগ্রাফি নিয়ে কাজ করেছেন। তিনি ছোটদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনীগ্রন্থ লিখেন।


bdnewseveryday.com © 2017 - 2018