BdNewsEveryDay.com
Thursday, May 23, 2019

‘সারা’ এখন বসুন্ধরা সিটিতে

Thursday, October 11, 2018 - 838 hours ago

বৃহস্পতিবার বসুন্ধরা সিটির লেভেল ১ এর ব্লক এ তে আউটলেটটির উদ্বোধন করা হয়।

শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, শ্রাগ, পালাজো, পোলো টি শার্ট, পাঞ্জাবি সহ আরও নানা রকম পোশাক পাওয়া যাবে এখানে।

ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশনে সারার প্রথম আউটলেট খোলার পর বসুন্ধরা সিটির লেভেল ১ এ দুটি আউটলেট খোলা হয়। লেভেল ১ এর ব্লক এ তে ৪০ এবং ৫৪ নং দোকানে আউটলেট দুটি রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, সারা লাইফস্টাইল ও স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন নেসা, সহকারী পরিচালক মতিউর রহমান, সারা’র হেড অফ ডিজাইনার কাশফীয়া নেহরীন এবং সহকারী ব্যবস্থাপক প্রিয়ম আমিন।

মিরপুর ও বসুন্ধরা সিটির আউটলেট ছাড়াও অনলাইনে সারা’র পোশাক অর্ডার পোশাক অর্ডার করে হোম ডেলিভারি নেওয়া যাবে।


bdnewseveryday.com © 2017 - 2018