Thursday, October 11, 2018 - 838 hours ago
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের চার তারিখের পরও যেসব দেশ ইরানের কাছ তেল কিনবে তাদের খবর আছে। ইরানের কাছ থেকে তেল কিনতে নতুন করে ক্রয়াদেশ দেয়া হয়েছে বলে ভারত ঘোষণা দেয়ার কয়েকদিন পর এ নতুন করে এ হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এনডিটিভি।
ট্রাম্প বলেন,
‘যেসব দেশ ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে
না অথবা নতুন করে কিনবে আমরা তাদের দেখে নেবো। তাদের খবর আছে।’
২০১৫ সালে পরমাণু প্রকল্প বন্ধের পরিবর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার চুক্তি করে জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলো৷ কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন৷
এরপর শুরু হয় ট্রাম্প ও ইরানী নেতাদের বাকযুদ্ধ। ২৪ সেপ্টেম্বর ইরানের সামরিক কুচকাওয়াজে হামলা চালায় চালায় আইএস। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদেশগুলোকে দায়ী করে ইরান।
চলতি বছরের ৪ নভেম্বর থেকে নতুন করে কঠোর অবরোধের আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ইরানের তেল বিক্রি কমিয়ে দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলাই এ অবরোধের লক্ষ্য।
ইত্তেফাক/টিএস