BdNewsEveryDay.com
Sunday, October 21, 2018

বাসে যৌন হেনস্থাকারীকে কিশোরীর শায়েস্তা, ভিডিও ভাইরাল

Thursday, October 11, 2018 - 231 hours ago

রাজধানীর ফার্মগেট মোড়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০মিনিটের দিকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা গেছে, হেনস্থাকারীকে মারধর করছেন ইউনিফর্ম পরা এক কিশোরী। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সেই কিশোরীকে সবাই এখন বাহবা দিচ্ছেন। দিশারী পরিবহনের একটি বাসে এ ঘটনাটি ঘটে। ওই সময় বাসটিতে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জেবা সাজিদা মৌ। তিনিই ঘটনাটির ভিডিও ধারণ করেন। ভিডিওর সূত্র ধরে কথা হয় জেবা সাজিদা মৌর সঙ্গে। তিনি বলেন, 'বাসের অন্য সবাই শুরুতে ওই লোকটিকে খুব বাঁচানোর চেষ্টা করেছে। আমি একা চিল্লাচ্ছিলাম তাদের সাথে। মেয়েটা এতই সাহসী ওর আমার সাহায্যেরও দরকার ছিল না। একাই কাউকে তোয়াক্কা না করে ঠাস ঠাস মারা শুরু করসে। আচ্ছামত মারসে, তখন পুরা বাস ঠাণ্ডা। পরে অন্যরাও লোকটিকে মারা শুরু করছে। ' জেবা সাজিদা মৌ আরও বলেন, 'ছেলেটা পিছনের সিট থেকে মেয়েটার নিতম্বে স্পর্শ করছিল। যখন ছেলেটাকে ধরল, সে বার বার দুর্বল ভাবে, বলতেসে আমাকে তো আপনি আগে বলতেন, সবাইকে বলার আগে আমাকে কেন বললেন না? সবাই তখন সেই লোকটিকে ধমক দিসে, তোকে কেন বলবে, তুই হাত দিয়েছিস এইটা বলবে তোকে? একটা পর্যায়ে ছেলেটা বলে সে ঘুমিয়ে ছিল...'


bdnewseveryday.com © 2017 - 2018