BdNewsEveryDay.com
Thursday, March 21, 2019

প্রস্তুত দীপিকা পাডুকোন

Sunday, May 13, 2018 - 838 hours ago

উৎসবের শুরু থেকে এ পর্যন্ত তিনবার অভ্যাগতদের চোখ ঝলসেছেন তিনি। নতুন যে পোশাক পরে ছবি তুলেছেন তিনি এটি পরেই রেড কার্পেটে হাঁটবেন। 

অসাধারণ আর গর্জিয়াস সেই সাদা আউটফিট। সেই সাথে থাকছে দীপিকার সিগনেচার সফট-কার্ল হেয়ার স্টাইল। ৩২ বছরের এই বলিউড সেনসেশন পরেছেন জুহাইর মুরাদের কাউন্টার এস্কেসরিস। সাথে লরিয়েন স্কোয়ার্ডজ-এর হীরের কানের দুল আর নিকোলাস কির্কউডের জুতো। 

সব মিলিয়ে অনবদ্য এক বলিউড সুন্দরীকে দেখবে কান। সূত্র : এনডিটিভি    


bdnewseveryday.com © 2017 - 2018