BdNewsEveryDay.com
Wednesday, December 12, 2018

মায়ের পরামর্শ ছাড়া চলতে পারি না : মোনালিসা

Sunday, May 13, 2018 - 838 hours ago

‘মায়ের কাছ থেকেই সততা ও নীতিবোধের শিক্ষা প্রথমে পেয়েছি। এখনো মায়ের পরামর্শ ছাড়া চলতে পারি না।’ কথাগুলো মা দিবসে এনটিভি অনলাইনকে বলেছেন মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা।

মোনালিসার মা মমতাজ বেগম মেয়েকে ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী হতে শিখিয়েছেন। এনটিভি অনলাইনকে মমতাজ বেগম বলেন, ‘মিডিয়ায় মোনালিসা যখন পথচলা শুরু করেছে তখন  আমি ওকে একা কোথাও ছাড়িনি। সঙ্গেই ছিলাম। আজ মেয়ের জন্য আমার নিজের জন্য অনেক গর্ব হয়।’

মোনালিসা তাঁর এত দূর আসার পেছনে পুরো কৃতিত্ব দিতে চান তাঁর মাকে। বললেন, ‘মায়ের উৎসাহ ছাড়া আমি মোনালিসা হতে পারতাম না। সব অবদান মায়ের।’

মা দিবস উপলক্ষে আজ মায়ের সঙ্গে বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে মোনালিসা লিখেছেন, ‘সব কিছুর শান্তি  মায়ের কোল, হাসি আর ভালোবাসা।’

মোনালিসার নাম রেখেছেন তাঁর মা-বাব। মোনা নামটি রেখেছেন তাঁর বাবা আর লিসা নামটি রেখেছেন তাঁর মা।

মায়ের উৎসাহে ছোটবেলায় নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন মোনালিসা। এক সময় নৃত্যশিল্পীই শুধু হতে চেয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে মডেলিং ও অভিনয় জগতে পা  রাখেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।


bdnewseveryday.com © 2017 - 2018