BdNewsEveryDay.com
Monday, December 10, 2018

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবি জানালেন: এনডিএম

Sunday, May 13, 2018 - 838 hours ago

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবি জানালেন: এনডিএম পবিত্র রমজানে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখা এবং প্রকাশ্যে অশ্লীলতা বন্ধের দাবিতে "গণ পোস্টার প্রদর্শন" পূর্বক মানববন্ধন আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্দ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি তার বক্তব্যে বলেন, দেশের ৯৬% মানুষ মুসলিম। আর মুসলিমদের দেশে, তাদের জন্য রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তাই মুসলমানদের জন্য আশির্বাদপূর্ণ এই মাসের পবিত্রতা রক্ষার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সেই সাথে তিনি তৌহিদী যুব জনতাকে একতা গড়ে তুলে এনডিএম এর পতাকাতলে এসে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। এনডিএম এর চেয়ারম্যন ববি হাজ্জাজ এর বিশেষ সহকারী মোমিনুল আমিন, এনডিএম এর আহবায়ক লায়ন নূরুজ্জামান হীরা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ মানববন্ধনে বক্তব্য রাখেন।


bdnewseveryday.com © 2017 - 2018