BdNewsEveryDay.com
Tuesday, March 19, 2019

বিয়ের পরের শুভশ্রী যেমন আছেন

Sunday, May 13, 2018 - 838 hours ago

রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে ঘিরে টালিগঞ্জে কম হৈচৈ হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার ১১ মে দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ঘটা করে বসেছিল রাজ-শুভশ্রীর বিয়ের আসর। সব্যসাচীর ডিজাইন করা লাল চওড়া পাড়ের বেনারসিতে এক্কেবারে চিরাচরিত বাঙালি সাজে সেজেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

আর রাজের পরনে ছিল সবুজ ডিজাইনার পাঞ্জাবি। তবে বিয়েটা শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই সেরেছেন জনপ্রিয় এই জুটি। বিয়ের সমস্ত ছবিই সোশ্যাল সাইটে শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী।

বিয়ে মিটেছে শুক্রবারই। শনিবার বিয়ের পরদিন সকালে স্ত্রী শুভশ্রীর প্রথম ছবিও শেয়ার করেছেন রাজ। ছবিতে লাল পাড় সাদা গরদের শাড়িতে এক্কেবারে সাবেকি বাঙালি বধূর মতোই দেখাচ্ছে তাঁকে। তাঁর কপালে লেপটে রয়েছে সিঁদুর। এদিনও পোষ্য জিলাটোকে নিয়ে আদর করতে দেখা যায় শুভশ্রীকে। স্বাভাবিকভাবেই বিয়ের পরের সময়টা বেশ আনন্দেই কাটছে রাজ-শুভশ্রীর।


bdnewseveryday.com © 2017 - 2018