BdNewsEveryDay.com
Sunday, March 18, 2018

আইনের কঠোর প্রয়োগই নদীর দখল ও দূষণ রোধ করবে

Tuesday, March 13, 2018 - 121 hours ago

চট্টগ্রাম: আইনের কঠোর প্রয়োগেই কর্ণফুলী, হালদা ও শঙ্খের দখল-দূষণ রোধ করবে।হালদাকে জাতীয় নদী ঘোষণা করতে হবে। বিশেষ করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে নদীর অবৈধ দখল উচ্ছেদে। এ ছাড়া নদী বিপর্যয় রোধে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে হবে।

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘বিপর্যস্ত কর্ণফুলী, হালদা ও শঙ্খ নদী রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন।

এ তিনটি নদীকে চট্টগ্রামের প্রাণ অভিহিত করে বৈঠকে বেশ কয়েকটি প্রস্তাব নেওয়া হয়েছে।

পূর্বকোণ কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৩ মার্চ) গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান।

আলোচক ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কর্ণফুলী প্রকল্প-২ এর পরিচালক এয়াকুব মোহাম্মদ সিরাজুদৌল্লাহ, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়–য়া, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) নির্বাহী পরিচালক জহিরুল আলম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া।

স্বাগত বক্তব্য দেন দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান ও প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী। ধন্যবাদ সূচক বক্তব্য দেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজউদ্দিন চৌধুরী।

উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালক জাসির চৌধুরী, তকির চৌধুরী, সহকারী সম্পাদক স্বপন দত্ত, বার্তা সম্পাদক কলিম সরওয়ার, চিফ রিপোর্টার নওশের আলী খান, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, সাইফুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮

টিসি

 


bdnewseveryday.com © 2017 - 2018