BdNewsEveryDay.com
Saturday, March 17, 2018

ফের বাড়ছে নারী ও শিশু পাচার

Tuesday, March 13, 2018 - 96 hours ago

ফের বাড়ছে নারী ও শিশু পাচার বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ১৪ নারী ও এক পাচারকারীসহ ৩৯ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা ঢাকা মহাখালী যশোর, খুলনা, মোরেলগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও যশোর জেলার অধিবাসী। খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ও চাকরি এবং কাজের সন্ধানে সীমান্ত পথে ভারতে যায় তারা। গতকাল মঙ্গলবার সকালে পুটখালি বিওপিধীন দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে আটক হয় তারা। এদের মধ্যে ১৪ নারী, ৭ শিশু ও ১৭ পুরুষ রয়েছে। এসময় পাচারকারী বেনাপোল গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ই¯্রাফিলকে আটক করে বিজিবি।   তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।   


bdnewseveryday.com © 2017 - 2018