BdNewsEveryDay.com
Sunday, June 24, 2018

আবারো দিনের বেলায় অন্ধকার নামলো রাজধানীতে!

Sunday, May 13, 2018 - 838 hours ago

ফাইল ছবি ঝড়-বৃষ্টির ভোগান্তির আভাস আগেই পাওয়া গিয়েছিল। তবে রাজধানীতে রোববার সকালটা ছিল অনেকটা ঝকঝকে। যাতে রোদের ঝিলিক দেখা গিয়েছিল আকাশ জুরে। তার মাঝেই শুরু হয়েছিল স্বাভাবিক দিন। কর্মব্যস্ত হয়ে উঠছিল সবাই। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ কালো হতে থাকে। আর দুপুর সোয়া ১২টার পর পর রাজধানীর আকাশে জমতে থাকে মেঘ। আস্তে আস্তে মেঘে ঢেকে যায় পুরো আকাশ। দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয় রাজধানীজুড়ে। সেই সঙ্গে বজ্রপাত। অন্ধকারে লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ফাইল ছবি দিনেদুপুরে এই বৃষ্টি রাজধানীতে নিয়ে এসেছে ভোগান্তি। ভারীবৃষ্টিতে অনেকটা দুর্ভোগে পড়তে হয়েছে ঢাকাবাসীকে। রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, মগবাজার-মালিবাগ, ফার্মগেট-মহাখালিসহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। ঝুম বৃষ্টির কারণে পথচারীরা অনেকেই ভিজে যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। পথচারীরা আশ্রয় নেয় বিভিন্ন স্থাপনায়। ফাইল ছবি এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে হয়েছে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এছাড়া উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ (রোববার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬টা ৩৩ মিনিটে।


bdnewseveryday.com © 2017 - 2018