BdNewsEveryDay.com
Tuesday, March 19, 2019

এখনকার মেসি অনেক বেশি সেরা: মাসচেরানো

Sunday, May 13, 2018 - 838 hours ago

জুনে একত্রিশে পা দিতে যাওয়া মেসি ২০১৫ সালে শেষবার ব্যালন ডি অ’র পান। পরের দুই বছরই তাকে হারিয়ে জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা  রোনালদো। মাসচেরানো মনে করেন, স্বীকৃতি না পেলেও খেলার অনেক উন্নতি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। জানুয়ারিতে বার্সেলোনা ছেড়ে চাইনিজ লিগে যোগ দেওয়া মাসচেরানো কাতালান পত্রিকা মুন্ডো দেপোর্তিভোকে বলেন, “এটা অসম্ভব যে আমরা মেসির মতো আরেকজন খেলোয়াড় দেখব। আমি সৌভাগ্যবান যে, ক্যারিয়ারের অনেকটা সময় এমন একজন অনন্য খেলোয়াড়ের সাথে কাটাতে পেরেছি। একজন খেলোয়াড় হিসেবে তার উন্নতি সত্যি অবিশ্বাস্য।” “যখন পাঁচটি ব্যালন ডি অ’র জিতেছিল, তারচেয়ে এখন সে অনেক বেশি ভালো। আপনি অবাক হবেন কিভাবে তা সম্ভব। কিন্তু এটাই সত্যি। সে এখন অনেক বেশি ভালো।” চলতি মৌসুমে এরনেস্তো ভালভেরদের অধীনে ফলস নাইন বা উইঙ্গার হিসেবে নয়, মেসি খেলেছেন প্লে মেকারের পজিশনে। মাঠে নিজের পরিবর্তিত অবস্থানেও গোল করার অভ্যাসটা পাল্টায়নি আর্জেন্টাইন তারকার। লা লিগায় করেছেন সর্বোচ্চ ৩৪ গোল। ক্যারিয়ারের পঞ্চম ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের দৌড়ে অন্য সবার চেয়ে এগিয়ে বার্সেলোনার নাম্বার টেন। নিজের করা গোলের সঙ্গে সাহায্য করা ১২টি গোল বিবেচনায় নিলে, চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার ৪৯ শতাংশ গোলেই প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান আছে মেসির। এই মৌসুমে লা লিগায় তার চেয়ে বেশি গোলে সহায়তা করতে পারেননি কেউই। লিগে মেসি এখনও দুটি ম্যাচ পাচ্ছেন নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য। রোববার লেভান্তের বিপক্ষে খেলবে বার্সেলোনা। পরের সপ্তাহে শেষ ম্যাচে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। দুই ম্যাচের কোনটিতেই না হারলে প্রথম দল হিসেবে ৩৮ ম্যাচের লা লিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বার্সেলোনা


bdnewseveryday.com © 2017 - 2018