BdNewsEveryDay.com
Friday, November 16, 2018

ইউটিউবে কনার ‘আঁধারে স্নান’

Friday, September 14, 2018 - 838 hours ago

কনা ব্যস্ত থাকেন মূলত স্টেজ শো নিয়ে। ফাঁকে ফাঁকে চলে তার নতুন গানের কাজ। এরই মধ্যে তিনি দর্শকের সামনে হাজির হয়েছেন 'আঁধারে স্নান' নিয়ে।

নাজিব জহিরের কথায় ‘আঁধারে স্নান’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান। প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও দেখা যাচ্ছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লতা আচারিয়া। গানটির ভিডিওতে মডেল হয়েছেন মাহা শিকদার।

কনা গ্লিটজকে বলেন, “ভিন্ন ধাঁচের গান হবে এটি। কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। অডিওর সঙ্গে মিল রেখেই ভিডিও করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস জানিয়েছে, তাদের ব্যানারে এফএ সুমন, নোলক বাবুসহ বেশ কয়েকজন তরুণ শিল্পীর লোকজ ঘরানার নতুন গান আসছে শিগগিরই। 

এছাড়া কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী গান রয়েছে মুক্তির অপেক্ষায়।

 


bdnewseveryday.com © 2017 - 2018