BdNewsEveryDay.com
Sunday, November 18, 2018

আজ রূপরেখা তুলে ধরবেন ড. কামাল ও বি. চৌধুরী

Friday, September 14, 2018 - 838 hours ago

আজ রূপরেখা তুলে ধরবেন ড. কামাল ও বি. চৌধুরী নিরপেক্ষ সরকার ও প্রশাসনের অধীনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সরকারকে বাধ্য করতে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামবেন ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরী। এ জন্য দুই নেতা দেশ ও জাতির সামনে কিছু অঙ্গীকারে আবদ্ধ হবেন। দুই নেতার রূপরেখা কী হবে তা ঠিক করা হয়েছে গতকাল। আজ শনিবার দুই নেতা তাদের দলবল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অঙ্গীকারগুলো জাতির সামনে তুলে ধরবেন। গত ১৩ সেপ্টেম্বর যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা উত্তরায় আ স ম আব্দুর রবের বাসায় রুদ্ধদ্বার বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো সারাবাংলাকে জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার বিষয়েও তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে, শুরুতেই তারা অহিংস আন্দোলন কর্মসূচি পালন করবেন। উত্তরায় রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মনসুর আহমেদসহ অন্যান্যরা। সংশ্লিষ্টরা জানিয়েছে, ২২ সেপ্টেম্বর জাতীয় ঐক্যপ্রক্রিয়ার মহাসমাবেশে যুক্তফ্রন্টের নেতারা অংশ নেবেন। এসব বিষয় নিয়ে জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন সারাবাংলাকে জানান, যুক্তফ্রন্টের সঙ্গে জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতাদের  বৈঠক ফলপ্রসূ হয়েছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় ঐক্যপ্রক্রিয়ার যেকোনো একজন নেতা বৈঠক করে আজ শনিবার দুই নেতার অঙ্গীকারনামা ও আন্দোলনের কর্মসূচি কী হবে তা ঠিক করবেন।


bdnewseveryday.com © 2017 - 2018