BdNewsEveryDay.com
Monday, June 17, 2019

মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানায়নি জাতিসংঘ

Friday, September 14, 2018 - 838 hours ago

মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানায়নি জাতিসংঘ জাতিসংঘের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। বরং বিএনপির অনুরোধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লেভ জানকো। জানকোর অফিসের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অফিসার জোয়স লুইস ডায়াজের বরাতে এ খবর দিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর। এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আমন্ত্রণ পেয়ে মির্জা ফখরুলে যুক্তরাষ্ট্র সফরের কথা জানায় বিএনপি। গতকাল যে মুহূর্তে মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সে মুহূর্তে সেখানে ছিলেন না জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তাই মির্জা ফখরুলের এ আমন্ত্রণ পাওয়া নিয়ে প্রশ্ন উঠে। জাতিসংঘের সদর দফতরের তথ্যের বরাতে চ্যানেল টোয়েন্টিফোর বলছে, এই মুহূর্তে গুতেরেস অবস্থান করছে আফ্রিকান দেশ ঘানায়। সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানের শেষকৃত্যে অংশ নিচ্ছেন। মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হকও বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুলের সাথে কোনো  বৈঠকের তথ্য জানা নেই তার। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় বৈঠক জাতিসংঘ সদর দফতরে বৈঠক করেছেন, সহকারী মহাসচিব মিরোস্লেভ জানকোর সাথে। এ বিষয়ে মিরোস্লেভ জানকোর অফিস থেকে জানানো হয়, বিএনপির অনুরোধেই মিরোস্লেভ জানকো সাথে মির্জা ফখরুলে বৈঠক হয়। নির্বাচনের আগে বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সাথে এমন বৈঠক নিয়মিত করা হয়ে থাকে বলেও জানানো হয়। গত ১২ সেপেটম্বর  দেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ  বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় বলে জানানো হয়। ওই দিন  বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির নীতিনির্ধারকদের এক বৈঠকে বিষয়টি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে দলের স্থায়ী কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে জানান।  ধারণা করা হয়েছিল একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার জন্য এ আমন্ত্রণ জানানো হয়েছে। মহাসচিব বরাবর এ চিঠি দিয়েছে জাতিসংঘ। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মির্জা ফখরুল অবহিত করেন। সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর এ চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী সপ্তাহে অবস্থান কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ছাড়া সন্ধ্যা ৭টায় একই স্থানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে নীতিনির্ধারকদের বৈঠক হয়। বৈঠকে উপদেষ্টারা সরকারবিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠন নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য মত দেন। নীতিনির্ধারকদের বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু  মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, গাজী মাযহারুল আনোয়ার, জয়নুল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপিকা তাজমেরী ইসলাম, গোলাম আকবর খোন্দকার, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, কর্নেল (অব.) এমএ লতিফ প্রমুখ।


bdnewseveryday.com © 2017 - 2018