BdNewsEveryDay.com
Monday, June 17, 2019

দাওয়াতে গিয়ে পুকুরে ডুবেছে স্কুলছাত্র

Friday, September 14, 2018 - 838 hours ago

শুক্রবার বিকালে ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ গাছবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে কাজী মো. নাফি (৮) নগরীর নৌবাহিনী স্কুলে পড়ত। তাদের বসবাস নগরীর ফ্রি পোর্ট এলাকায়। 

নাফির মামা মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে পরিবারের সবাই নানুপুরে আমার ছোট ভাইয়ের শ্বশুড় বাড়িতে দাওয়াতে যায়। খাওয়া-দাওয়ার পর দুপুরে সমবয়সীদের সাথে খেলছিল নাফি।”

এসময় পা পিছলে পুকুরে পড়ে যায় নাফি জানিয়ে তিনি বলেন, “অন্যদের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।”

নাফিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিন ভাইয়ের মধ্যে নাফি সবার ছোট বলে জানান তার মামা মামুন।


bdnewseveryday.com © 2017 - 2018