BdNewsEveryDay.com
Wednesday, June 19, 2019

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হত ২

Friday, September 14, 2018 - 838 hours ago

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্ঘটনায় পড়া একটি অটোরিকশায় মাইক্রোবাসের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। হাটহাজারী থানার এসআই তোফায়েল আহমেদ জানান, গতকাল শুক্রবার গভীর রাতে মীর্জাপুর ইউনিয়নের বুড়ি পুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ অটোরিকশার চালক নুরুল হুদা (৪৫) ও তার ভাতিজা আবু তৈয়ব (১৬)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার নানুপুরে। এসআই তোফায়েল জানান, বুড়ি পুকুরপাড় এলাকায় অটোরিকশার সামনে একটি কুকুর চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। তার গাড়ি উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা অটোরিকশা থেকে দুজনকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তৈয়বকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হুদাও মারা যান। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান এসআই তোফায়েল।


bdnewseveryday.com © 2017 - 2018