BdNewsEveryDay.com
Thursday, September 20, 2018

‘নালিশ নয়, বাস্তব অবস্থা তুলে ধরতেই জতিসংঘে ফখরুল’

Friday, September 14, 2018 - 151 hours ago

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘নালিশ করতে নয়, দেশের বাস্তব অবস্থা তুলে ধরতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘে গেছেন’।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর ২০১৮) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় জাতীয় ঐক্য হয়ে গেছে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ আরো বলেন, ‘সমঝোতায় না এলে ঐক্যবদ্ধ প্রয়াসে সরকারের পতন ঘটানো হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমাদের মহাসচিব নালিশ করার জন্য জাতিসংঘে যাননি। বাংলাদেশের বাস্তব অবস্থা তুলে ধরতেই সেখানে গিয়েছেন। এখন দেশের মানুষ কি অবস্থা বিরাজ করছে এবং বিরোধী দলের ওপর যে অত্যাচার নিপীড়ন ও নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চলছে সেই বাস্তব অবস্থা তুলে ধরতে জাতিসংঘে গিয়েছেন।’

তিনি বলেন, ‘নির্বাচন আর ৯০ দিন বাকি। সেই নির্বাচনের কোনো পরিবেশ বাংলাদেশে নেই। এই কথা বলা কোনো নালিশ নয়।’


bdnewseveryday.com © 2017 - 2018