BdNewsEveryDay.com
Sunday, November 18, 2018

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১৩

Friday, September 14, 2018 - 838 hours ago

ঢাকা: ভারতের জম্মু-কাশ্মীরে একটি মিনিবাস রাস্তা থেকে চেনাব নদীতে ছিটকে পড়ে গেছে। এতে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) জম্মু-কাশ্মীরের কিসতওয়ার জেলায় চেনাব নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বাসটিতে কতোজন আরোহী ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

স্থানীয় পুলিশ বলছে, কিসতওয়ার জেলা থেকে ২০ কিলোমিটার দূরে থাকরিয়েতে এ দুর্ঘটনা ঘটে। কয়েকদিনের মধ্যে এ অঞ্চলটিতে এটি তৃতীয় মারাত্মক দুর্ঘটনা।

কিসতওয়ারের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজিন্দর গুপ্ত উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এ বিষয়ে তিনি জানান, ১৩ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ১৩ জন আহত হয়েছেন।

তিনি বলেন, বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮ এএইচ/টিএ


bdnewseveryday.com © 2017 - 2018