BdNewsEveryDay.com
Sunday, November 18, 2018

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ

Friday, September 14, 2018 - 838 hours ago

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সাতক্ষীরার সঙ্গীতা সিনেমা হলে এ ঘটনা ঘটে।  

জানা যায়, জেলা সদরের কিছু মুসল্লি ‘জান্নাত’ ছবির নাম, পোস্টারকে ইসলামবিরোধী বলে অভিযোগ করেন। তারা এটা বন্ধের দাবিতে মিছিলও করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ছবিটির প্রদর্শনী বন্ধের নির্দেশ দেওয়া হয়। 

ছবিটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানান, শুক্রবার থেকে ছবিটি সঙ্গীতা সিনেমা হলে প্রদর্শনীর কথা ছিল। একটি শো-ও হয়নি। তার আগেই নামিয়ে ফেলতে হলো।

তিনি আরো বলেন, এ ছবিতে ইসলামের মাহাত্ম তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইসলাম শান্তির ধর্ম। এরকম একটি চলচ্চিত্র না দেখে, না বুঝে অনুমাননির্ভর হয়ে বন্ধ করে দেওয়াটা দুঃখজনক।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, স্থানীয় কয়েকজন ‘জান্নাত’ ছবিটি নিয়ে অভিযোগ করেন। তারা বলেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এ নিয়ে বিশৃঙ্খলা ঘটতে পারে। তাই অভিযোগের ভিত্তিতে ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়। 

গেল ঈদুল আজহায় মুক্তি পায় ‘জান্নাত’। এতে অভিনয় করেন সাইমন-মাহি। 

ইত্তেফাক/জেডএইচ


bdnewseveryday.com © 2017 - 2018