BdNewsEveryDay.com
Wednesday, June 19, 2019

নবী (সা.) মা শাফিয়াকে (রা.) উটের পিঠে চড়াতেন কি?

Friday, September 14, 2018 - 838 hours ago

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২১৭০তম পর্বে নবী (সা.) মা শাফিয়াকে (রা.) উটের পিঠে চড়াতেন কি না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : ওয়াজ মাহফিলে শুনেছি, নবী (সা.) মা শাফিয়াকে (রা.) উটের পিঠে চড়াতেন। এই বিষয়টি বুঝিয়ে বলবেন?

উত্তর : এখন গাড়িতে উঠছেন, তখন তো বাহন ছিল একটাই। সবাই উটের ওপরেই আসা-যাওয়া করতেন। চলাচলের জন্য সে সময় উটের ওপরে হাওদাজ লাগানো ছিল। একে বাংলায় সম্ভবত হাওদা এবং আরবিতে হাওদাজ বলা হয়।

এই হাওদাজের মধ্যে সবাই থাকতেন এবং উট চালানো হতো। এটি বর্তমানেও প্রচলিত আছে, বিশেষ করে মরু অঞ্চলে যেখানে গাড়ি যায় না বা ব্যবস্থা নেই, সেখানে উটে করে মহিলারা আসা-যাওয়া করে।


bdnewseveryday.com © 2017 - 2018