BdNewsEveryDay.com
Thursday, September 20, 2018

এবার বেগুনি দিয়েই মাত করলেন ঐশ্বরিয়া (ফটোস্টোরি)

Sunday, May 13, 2018 - 838 hours ago

৬৯তম কান চলচ্চিত্র উৎসবে বেগুনি রঙা লিপস্টিক পরে সমালোচনার ঝড় তুলেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ কারণে বেশ বিতর্কিত হতে হয়েছিলো বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে।

মজার বিষয় হলো- ৭১তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচাতেও বেগুনি পরে হাজির হয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। এবার লিপস্টিক নয়, মাইকেল সিনকোর ডিজাইন করা বেগুনি রঙা গাউন পরেছিলেন ‘জাজবা’খ্যাত এই তারকা। সঙ্গে কানে ছিলো বেগুনি রঙা দুল, চোখে ছিলো গ্লিটার আইলাইনার ও ঠোঁটে ছিলো লাল রঙা লপস্টিক।

তবে এবার বেগুনি গাউন পরায় সমালোচনার মুখে পড়তে হয়নি বচ্চনবধূকে। বরং সকলের প্রসংশা কুড়িয়েছেন ৪৪ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মে ১৩, ২০১৮ বিএসকে


bdnewseveryday.com © 2017 - 2018