BdNewsEveryDay.com
Saturday, March 17, 2018

রেস-থ্রি’র আইটেম গানে সোনাক্ষী

Tuesday, March 13, 2018 - 106 hours ago

ঢাকা অফিস- Tuesday, March 13th, 2018

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দাবাং-থ্রি সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এর আগে এ অভিনেতার সঙ্গে রেস-থ্রি সিনেমার একটি আইটেম গানে কোমর দোলাবেন সোনাক্ষী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সোনাক্ষীর এ গানটিতে সালমান, জ্যাকলিন ফার্নান্দেজসহ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরা থাকবেন। এর জন্য একটি বিশেষ সেট তৈরি করা হয়েছে। পরিচালক রেমো ডিসুজা এটির কোরিওগ্রাফি করবেন এবং এ মাসেই এক সপ্তাহ ধরে আবু ধাবিতে এর শুটিং করা হবে।’

সম্প্রতি ব্যাংককে শুটিং শেষ করে আরব আমিরাতের পৌঁছেছে রেস-থ্রি টিম। সেখানেই সিনেমাটির শেষ অংশের শুটিং করা হবে। সূত্রের দেয়া তথ্যমতে, সোনাক্ষীর এই গানের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে।

সোনাক্ষী অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ওয়েলকাম টু নিউ ইয়র্ক। এছাড়া হ্যাপি ফির ভাগ যায়েগি সিনেমার শুটিং করছেন তিনি। পাশাপাশি সম্প্রতি ইয়ামলা পাগলা দিওয়ানা : ফির সে সিনেমার একটি বিশেষ গানের শুটিংয়ে অংশ নেন সোনাক্ষী।
bdnewseveryday.com © 2017 - 2018